মাধবপুরে গাঁজা ও প্রাইভেট কারসহ গ্রেফতার- ২
শেখ জাহান রনি, (মাধবপুর) :
বিগঞ্জের মাধবপুরের পুলিশের অভিযানের নোয়াপাড়ার সাহেব বাড়ী এলাকায় একটি প্রাইভেটকার ও গাঁজাসহ ২ মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৯ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পাচারের জড়িত থাকার অভিযোগে উপজেলার মির্জাপুর গ্রামের নূর হোসেন এর পুত্র রফিকুল ইসলাম (৩৫), খাডুরা গ্রামের ফারুক মিয়ার পুত্র সাদ্দাম হোসেন(৩২) আটক করে। এসময় মাদক দ্রব্য পাচারে ব্যবহৃত ( ঢাকা মেট্রো- গ ১২-৯৯৫৯) একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।