বরগুনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনার তালতলীতে মাছ ধরতে নিখোঁজ হওয়া মি:বুদাই রাখাইন(৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তিনি নিখোঁজ হয়।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকার একটি খালে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার একই এলাকার নোচামং রাখাইনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায় মি:বুদাই রাখাইন। তিনি মাছ ধরে আর বাড়িতে ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হলে কোথাও পাওয়া যায়নি তাকে। আজ সকাল ৭ টার দিকে স্থানীয় ১০-১২ জন মিলে ওই খালে মি:বুদাই রাখাইনকে খোঁজ শুরু করেন। প্রায় ঘন্টাখানেক পরে পানির নিচে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে । বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।