মেয়াদ উত্তীর্ণ নকল ও অবৈধ প্রসাধনী বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে জরিমানা
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
নেত্রকোনায় মেয়াদ উত্তীর্ণ নকল ও অবৈধ প্রসাধনী বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের বড় বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজনীন আখতার।
এসময় পৌর শহরের বড় বাজার এলাকায় ৫টি কসমেটিকস ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ও নকল কসমেটিকস প্রসাধনী রাখায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এনএস আই গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ও তাদের সক্রিয় অংশগ্রহনে খবর পেয়ে শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকান আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে নিয়ে ধ্বংস করা হবে।