সিলেট জেলা পুলিশ ক্লাবের শুভ উদ্বোধন
স্টাফ রির্পোটার :
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ লাইন্স পুলিশ ক্লাবের শুভ উদ্বোধন করেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম পুলিশ সুপার, সিলেট জেদান আল মুসা, পুলিশ সুপার, ডিআইজি অফিস সিলেট। এছাড়াও সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ফরিদ উদ্দিন পিপিএম বলেন, এ পুলিশ ক্লাব চালু হওয়ার ফলে বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের যারা সাক্ষী বা অন্যান্য প্রয়োজনীয় কাজে সিলেটে আসবেন তাদের অস্থায়ীভাবে আবাসনের সমস্যা কিছুটা হলেও নিরসন হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন , সিলেটের পুলিশ ক্লাবের উদাহরণ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। ফলে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অস্থায়ী আবাসনের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে। এ প্রতিষ্ঠানটি চালু করার জন্য পুলিশ সুপারসহ সিলেট জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের ধন্যবাদ জ্ঞাপন করেন।