মানিকগঞ্জে ডিবি পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকসহ আটক- ৮
সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এর সার্বিক দিক নির্দেশনায় আভিযানিক দল মানিকগঞ্জ সদর ও সিংগাইরে পৃথক চারটি অভিযান চালিয়ে ( ৮০০) পিস ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ২৩ (তেইশ) টি Buprenorphine জাতীয় Injection. ০৯ টি sedil diazepam Injection এবং ০৮ টি Easium Injection সহ ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুল কুদ্দুস মানিকগঞ্জ সদর থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের মোল্লা বাজার এলাকা হতে মোঃ রকি মিয়া ওরফে রকি (২৩) পিতা- গোলাম মোস্তফা, সাং- চামটা (খাগড়াকুড়ি) আবাবিল (৩৪) সাং- উচুটিয়া মোঃ বিপ্লব হোসেন (৩১) পিতা- মোঃ কুদ্দুস আলী, সাং- চর ঘোস্তা মোঃ সুজন মিয়া (১৯) পিতা- মোঃ রফিক, সাং- লেমুবাড়ী, সর্ব থানা ও জেলা- মানিকগঞ্জ।
নেশাজাতীয় ২৩ (তেইশ) টি Buprenorphine জাতীয় Injection. ০৯ (নয়) টি sedil diazepam Injection এবং ০৮ (আট) টি Easium Injection সহ গ্রেফতার করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় কুমার বসাক এর নেতৃত্বে সিংগাইর থানাধীন মোসলেমাবাদ আব্দুল রহিম (৩০) পিতা- মোসলেম উদ্দিন, সাং- মোসলেমাবাদ, থানা- সিংগাইর, (৩০০)পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অপর একটি আভিযানিক দল এসআই সোহেল রানা এর নেতৃত্বে সিংগাইর থানাধীন সাহরাইল বাজার এলাকা হতে মোঃ রুবেল (২৯) পিতা- মোঃ সোবাহান, সাং- চর লক্ষীপুর, থানা- সিংগাইর (১০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অপর একটি আভিযানিক দল এসআই/ আসাদ মিয়া এর নেতৃত্বে সিংগাইর থানাধীন বৈরাগিরটেক এলাকা হতে মোঃ এনামুল হক (২৭) পিতা-মৃত মজিবুল হক সাং- পানখালী ৪নং ওয়ার্ড, হ্নীলা ইউপি থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ( ৩০০) পিস ইয়াবা ট্যাবলেট এবং আলামিন ওরফে ইয়ামিন (৩২) পিতা- তমিজ উদ্দিন, সাং- চর লক্ষীপুর, থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জ (১০০) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের ৭ জনের বাড়ি মানিকগঞ্জ জেলায়, একজনের বাড়ি কক্সবাজার জেলায় ।
মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় ও মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে এই বিষয়ে কোন ছাড় দেওয়ার সুযোগ নেই।