South east bank ad

ধুনটে ডিলারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে কালোবাজারে পাচারের চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম ঠান্ডু নামে এক ডিলারসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে বুধবার রাত আটটার দিকে ধুনট থানায় এ মামলা দায়ের করেছে।

এদিকে ঘটনাস্থল থেকে আটক ট্রাকচালক শাহ আলমকে (৩৮) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শাহ আলম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামানিকের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রির জন্য সরকারিভাবে এ উপজেলায় ১০ ইউনিয়নে ২০জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দীন আকন্দের ছোট ভাই ঈশ্বরঘাট গ্রামের আমিনুল ইসলাম ঠান্ডু ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

তিনি বিধি অনুযায়ী উপজেলা খাদ্যগুদাম থেকে ভিটামিন সমৃদ্ধ চাল উত্তোলন করে কান্তনগর বাজার এলাকায় তার ব্যক্তিগত গুদামে মজুদ রেখে কার্ডধারীদের মাঝে বিক্রি করেন। তারই ধারাবাহিকতায় ২০ অক্টোবর চাল উত্তোলন করে তার ব্যক্তিগত গুদামে মজুদ রেখে বুধবার কার্ডধারীদের মাঝে বিক্রয় করার কথা ছিল। কিন্তু আমিনুল ইসলাম ঠান্ডু সরকারি চাল কার্ডধারীদের মাঝে বিক্রি না করে এলাঙ্গী বাজারের মিঠু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এদিকে বুধবার ভোর ৫টার দিকে মিঠু মিয়া ডিলারের গুদাম থেকে ওই চালগুলো ট্রাক বোঝাই করে পাচারের উদ্দেশে রওয়া হয়। এসময় স্থানীয় এক ব্যক্তির ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৩হাজার ১৯০ কেজি সরকারি চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো-ন ১৭-৫৫১০) জব্দ করেছে। এসময় ট্রাকচালক শাহ আলমকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ডিলারসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

উপজেলা খাদ্য কর্মকর্তা নুর মোহাম্মাদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আমিনুল ইসলামের বিরুদ্ধে চাল বিক্রয়ের অভিযোগ প্রমানিত হলে তার ডিলারশীপ বাতিল করা হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এই মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: