পঞ্চগড়ে পুরোহিত ও সেবাইতদের অবহিতকরণ সভা
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে পঞ্চগড় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিধেন চন্দ্র সিংহ জানান, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, বৃক্ষরোপণ, হাঁস-মুরগী ও গবাদিপশু পালনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সভায় আরো আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সিধেন চন্দ্র সিংহ, বিকাশ কুমার শীল, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক একেএম হাবিবুল্লাহ সিদ্দিকী, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় প্রমুখ।