শেরপুরে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধির উপর কর্মশালা
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরে জিংক সমৃদ্ধ ধান,গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধি এবং সরকারী ক্রয় ও বিতরণ ব্যবস্থায় এই ফসলগুলো অন্তর্ভূক্তকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।
আজ সকালে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে ও হারভেস্ট প্লাস-বিংগস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খানের সঞ্চলনায় এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা সুলতান আহাম্মদ। এছাড়াও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াছমিন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম খোকন, হারভেষ্ট প্লাস বিংগস প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা মো: হাবিবুর রহমান, প্রকল্প কর্মকতা আজিজুল হক, কমিউনিটি সম্প্রসারণ সুপারভাইজার মো: নাজমুল হুদা, কমিউনিটি সম্প্রসারণ সুপারভাইজার মো: আ: আউয়ালসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও পুষ্টি চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ফসলের আবাদ বৃদ্ধি এবং সরকারী ক্রয় ও বিতরণ ব্যবস্থায় ওই জাতের ফসল সরবরাহ বাড়াতে আলোকপাত করেন।