শেরপুরে শুরু হয়েছে দু্ইদিন ব্যাপি ‘ফাতেমা রাণীর তীর্থ উৎসব’
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
‘ভ্রাতৃত্ব ও মিলন সমাজ গঠনে ফাতেমা রাণী মা মারিয়া’ এ শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী বারমারী সাধু লিওর খিস্ট ধর্মপল্লীতে শুরু হয়েছে দু’দিন ব্যাপি বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব।
বারোমারী খ্রীষ্টান মিশনের ফাদার তরুণ বনোয়ারী বলেন, আজ বিকেল ৩টায় পাপ স্বীকারের মধ্যে দিয়ে শুরু হবে দু’দিনের উৎসব। পরে বেলা ৪টায় পবিত্র খ্রীস্টযাগ, রাত ৮টায় আলোক শোভাযাত্রা, ১১টায় সাক্রান্তের আরাধনা, রাত ১২টায় নিশি জাগরণ ও নিরাময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। .
পরদিন শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও সকাল ১০টায় মহা খ্রীস্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তী হবে। এবার প্রায় ৫০হাজার রোমান ক্যাথলিক খ্রিস্ট ভক্তরা আসতে পারেন তীর্থ উৎসবে।