বরগুনায় মামাকে কুপিয়ে গুরুতর জখম করল ভাগ্নে
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনায় ফজলু প্যাদা (৪৫) নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে তারই ভাগ্নে মাহফুজ (১৭)। মঙ্গলবার সন্ধ্যায় সদরের বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফজলু প্যাদা কামরাবাদ এলাকার ইউনুস প্যাদার ছেলে।
জানা গেছে- মাহফুজ তার মাকে নিয়ে মামার বাড়িতে থাকে। গতকাল বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে ফজলুর স্ত্রী অর্থাৎ মামীর সাথে ঝগড়া হয় মাহফুজের। এসময় মাহফুজের মামা ফজলু বাড়িতে ছিলনা। সন্ধ্যার পর ফজলু বাড়িতে আসার সাথে সাথে এই ঝগড়ার ঘটনা তাকে জানায় তার স্ত্রী।
এতে ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে মাহফুজকে ধাওয়া করে তার মামা ফজলু। এসময় মাহফুজ ঘর থেকে দা এনে ফজলুকে ধাওয়া করলে ফজলু পাশের একটি খালে পড়ে যায়। এরপর মাহফুজ ফজলুর মাথা ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর ফজলু অজ্ঞান হয়ে পরলে মাহফুজ পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ফজলুকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর থেকে মাহফুজ পলাতক রয়েছে।
গুরুতর আহত ফজলুর বোন ছালমা আক্তার জানান- আমার ভাইয়ের কোন দোষ নেই। তাকে তার স্ত্রী ভুল বুঝিয়ে আমার বোনের ছেলে মাহফুজের উপর ক্ষেপিয়ে দিয়েছে। এর আগেও ভাইয়ের স্ত্রী অনেকবার মাহফুজকে মারতে গিয়েছে। তুচ্ছ ঘটনাকে নিয়ে এত কিছু হয়ে গেলো। আমার ভাই গুরুতর অসুস্থ্য। তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে,এম, তারিকুল ইসলাম জানান- এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।