দুধের ড্রামে ছিল ৮৮ বোতল ফেনসিডিল
মোঃ জামাল হোসেন, (বেনাপোল) :
অভিনব পদ্ধতিতে বেনাপোল দুধের ড্রামে ফেনসিডিল পাচারের সময় ৮৮ বোতল ফেসসিডিলসহ জাকারিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১টার সময় কাগজপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়া থানার দাদপুর গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্য ছিল পুলিশের কাছে, এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল থানার এসআই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে পুলিশ কাগজপুকুর বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে প্লাষ্টিকের একটি ড্রামসহ জাকারিয়াকে গ্রেপ্তার করে। পরে ড্রামের ভিতর থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।