বাগেরহাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটে নবনির্বাচিত ৬৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেব প্রসাদ পাল, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাংগীর আলম, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটের ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তারা প্রত্যেকেই আ.লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।