নবরূপে পথচলা শুরু করলো ব্যাংক এশিয়া রূপনগর
বর্ধিত কলেবরে গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষে নবরূপে পথচলা শুরু করলো ব্যাংক এশিয়া রূপনগর শাখা।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রূপনগরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান এবং ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ফিতা কেটে নবরূপে সজ্জিত শাখার শুভ উদ্বোধন করেন।
আলোক হেলথ্কেয়ার এন্ড হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন ও মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এবং শাখা ব্যবস্থাপকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।