আমি জনগণের সেবা করতে এসেছি : ইউএনও
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নিবার্হী কর্মকর্তা সুখময় সরকারের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত ইউএনও সকলের উদ্দেশ্যে বলেন, আমি জনগণের সেবা করতে এসেছি, নলডাঙ্গার সর্বস্তরের জনগনের কল্যাণে সেবক হিসেবে ২৪ঘন্টা কাজ করতে চাই।
সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার আরও বলেন, স্বাধীনতার স্বপক্ষের সকল রাজনৈতিক সংগঠনের সহযোগিতা নিয়ে নলডাঙ্গাকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে গড়তে চাই ।
এসময় আরও উপস্থিত ছিলেন,নলডাঙ্গার নবাগত সহকারী ভূমি কর্মকর্তা সোমা খাতুন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আকতার ও আব্দুল আলিম, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকুসহ প্রমুখ।