শিরোনাম

South east bank ad

গোদাগাড়ীতে অধ্যক্ষকে মারপিটের ঘটনায় ১২ শিক্ষকের বিরুদ্ধে মামলা

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

অফিসকক্ষে ঢুকে মারপিটের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের ১২ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হক। গত সোমবার সন্ধ্যায় জেলার গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন- কলেজটির রসায়নের শিক্ষক মনিরুল ইসলাম, ইংরেজির প্রভাষক নাজমুস সাদাত, সমাজবিজ্ঞানের প্রভাষক জেহাদুল ইসলাম ও গোলাম রাব্বানী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও শহিদুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক শীষ মোহাম্মদ, পরিসংখ্যানের প্রভাষক নুরুল ইসলাম, হিসাব বিজ্ঞানের প্রভাষক জাফর ইকবাল, বাংলার প্রভাষক শাহাদাৎ হোসাইন ও মনিরুল ইসলাম এবং মনোবিজ্ঞানের শিক্ষক খাইরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে- গত ২১ অক্টোবর বিকালে দলবদ্ধভাবে তার অফিস কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারপিট করে তালাবন্ধ করে পাহারায় বসেন অভিযুক্ত ওই শিক্ষকরা। এতে তিনি গুরুতর জখম হন। আসামিরা কলেজের জিনিসপত্র ভাঙচুর করেন ও ৫০ হাজার টাকা লুট করেন। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ তালা ভেঙে তাকে উদ্ধার করে ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘গত সোমবার গোদাগাড়ী থানায় অধ্যক্ষ (ভারপাপ্ত) উমরুল হক এ মামলা করেন। দলবদ্ধভাবে মারপিট ও হত্যাচেষ্টা এবং সম্পদ বিনষ্টের অভিযোগে মামলাটি করা হয়েছে। আমরা এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: