কাশিয়ানীতে ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভা
মেহের মামুন, (গোপালগঞ্জ):
সমসাময়িক বিষয় নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্মীয় নেতাদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন কাশিয়ানী শাখার উদ্যেগে মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কাশিয়ানী উপজেলা সদরে জিসি পাইলট উচ্চ বিদ্যালয় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতির উপরে ধর্মীয় নেতারা আলোচনা করেন। উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন মসজিদ ইমাম ও মাদ্রাসার শিক্ষকরা আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনর্চাজ মোহাম্মদ মাসুদ রায়হান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এলাকার হাফেজ মুসা, শিক্ষা অফিসার পরিমল বালা, প্রধান শিক্ষক নূর আলম তালুকদার, অধ্যক্ষ মুজিবুর রহমার, মাওলানা আব্দুল করিম, প্রধান কামরুল হাসান প্রমূখ।