বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাসেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে বগুড়া -ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আদমদিঘী উপজেলার চারুপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। এসময় মোটরসাইকেলের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
বগুড়া সদর থানার এস আই সোহেল রানা জানান, সোমবার রাতে আদমদীঘির তিন যুবক রাসেল (৩০), মৃদুুল (৩৫) এবং আমিনুল (৩৬) মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। তারা ভবের বাজার এলাকায় মেহেরা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে রাসেল মারা যান।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।