South east bank ad

দেশে সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনা লন্ডনে বসে

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট তথা সাম্প্রদায়িক সহিসংতার ছড়ানোর মূল পরিকল্পনা মাসখানে আগেই লন্ডনে বসে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহীর সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘ এক মাস ধরে মিটিং করে বিএনপি সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার পরিকল্পনা করে। প্রকাশে তারা মিটিং করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হল সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা; পবিত্র কোরআর পুজামন্ডপে রেখে আসা এবং বিভিন্ন পুজামন্ডপে হামলা করা।’

তিনি আরও বলেন, ‘যে পুজামন্ডপে পবিত্র কোরআন রেখে এসেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সে তো রেখে আসেনি। তাকে দিয়ে রেখে আসানো হয়েছে। যারা এ কাজ করেছে তাদের খুঁজে বের করে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সারাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য বিএনপি-জামায়াতসহ উগ্রবাদী সংগঠন সবসময় তৎপর থাকে। দুর্গাপুজাকে তারা বেছে নিয়ে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা করেছিল। আমার আগেই সেটি বুঝতে পেরেছিলাম। সে জন্য তৃণমূলের নেতাকর্মীদের পুজামন্ডপ পাহাড়া দিতে বলা হয়েছিল। তারা পাহারা দিয়েছে বলে বিএনপি-জামায়াত সারাদেশে হামলা করতে পারেনি।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত এই হামলার সাথে জড়িত তা বিএনপির মহাসচিবের বক্তব্যেই স্পষ্ট। তিনি এমনভাবে বক্তব্য দিচ্ছেন তাতে বুঝাই যায়- ‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি’।”

ড. হাছান মাহমুদ বলেন, ‘অর্থনৈতিক, সামাজিক, মানবসম্পদসহ সব ক্ষেত্রেই পাকিস্তানকে আমরা অনেক আগেই পেছনে ফেলে এগিয়ে গেছি। এসব ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সারাবিশ্বে করোনা মহামারিতে অর্থনৈতিক খাতে ধ্বস নেমেছে। শুধু ২০টি দেশ এগিয়েছে। এরমধ্যে বাংলাদেশ এক নম্বরে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে সারাবিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন। তাই এমন প্রশংসা সবার পছন্দ হয় না। তাই নানা রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত। গুজব রটিয়ে হত্যাকান্ড ঘটাচ্ছে। পদ্মাসেতুতে নরবলি দেয়ার গুজব রটিয়ে বেশ কয়েকজন শিশুকে হত্যা করেছে। বিএনপি-জামাত চক্র এই গুজব রটায়।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সৌদি আরব, ইরান, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ সারাবিশ্বে ভাস্কর্য আছে। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে গুজব রটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। ভ্যাকসিন নিয়েও তারা গুজব রটিয়েছে। পরে মির্জা ফকরুল থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নিয়েছে। কেউ কেউ আবার গোপনেও নিয়েছে। প্রধানমন্ত্রী সংকটের মাঝেও ভ্যাকসিন নিশ্চিত করেছেন। অন্তত ২ কোটি মানুষ ২ ডোজ ভ্যাকসিন পেয়েছে। ঘনবসতি পূর্ণ এই দেশে করোনা নিয়ন্ত্রণ চাট্টিখানি কথা নয়। প্রধানমন্ত্রীর চেষ্টা এবং আল্লাহর রহমতেস করোনা নিয়ন্ত্রণে।’

গণমাধ্যমের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে এমন কিছু পত্রিকা আছে যেগুলোর মালিক, সম্পাদক, বার্তা সম্পাদক, সহ-সম্পাদক, হকার কিংবা বিজ্ঞাপন প্রতিনিধি ওই একজনই। যারা ব্রিফকেসে করে পত্রিকা নিয়ে বিভিন্ন অফিসে বিজ্ঞাপনের জন্য দৌঁড়ায়। এই পত্রিকাগুলো নিয়মিত বেরও হয় না। এসব পত্রিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

প্রেসব্রিফিংয়ে অন্যদের মধ্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু প্রমুখ।

এর আগে তথ্যমন্ত্রী কাজীহাটায় বিটিভির উপকেন্দ্র পরিদর্শন করেন। এই উপকেন্দ্র নিয়ে মন্ত্রী বলেন, ‘রাজশাহী টেলিভিশন কেন্দ্র থেকে সম্প্রচার করার পরিকল্পনা নিয়েছি। এটি যত দ্রুত সম্ভব করবো। এটি করতে হয়তো এক বছর সময় অবশ্যই লাগবে। আগামী নির্বাচনের আগে রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু করতে পারবো বলে আমরা আশা করি।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: