বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
‘আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ, চলো একসঙ্গে এগিয়ে চলি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সঠিক ভাবে হাত ধোয়ার মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ান্ত মল্লিক, শিক্ষাবীদ মুখার্জী রবিন্দ্রনাথ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।