শিরোনাম

South east bank ad

কয়রায় একই প‌রিবা‌রের তিনজন‌কে কু‌পি‌য়ে হত‌্যা

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ হেদায়েতউল্লাহ, (খুলনা) :

খুলনা জেলার কয়রা উপ‌জেলার বাঘা‌লি ইউ‌নিয়‌নের বা‌মিয়া গ্রা‌মে দুর্বৃত্তরা কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে একই প‌রিবা‌রের তিনজন‌কে।

মঙ্গলবার সকাল ৮ টার দি‌কে বা‌ড়ির পা‌শের পুকুর থে‌কে তা‌দের হাত পা বাধা ও মাথায় মু‌খে, গলায় কোপা‌নোর চিহ্ন র‌য়ে‌ছে।

ঘটনাস্থ‌লে থাকা কয়রা থানার ও‌সি তদন্ত মোঃ শাহাদাত হো‌সেন জা‌নি‌য়ে‌ছেন বা‌মিয়া গ্রা‌মের দিনমজুর হা‌বিবুল্লাহ (৪২), তার স্ত্রী বিউ‌টি বেগম ( ৩৫) ও শিশু কন‌্যা টু‌নি ( ১২) হত‌্যা ক‌রে পুকু‌রে ফে‌লে দি‌য়ে‌ছে। লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ময়না তদ‌ন্তের জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নোর প্রস্তু‌তি চল‌ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: