সিএমএইচে ভর্তি রওশন এরশাদ
স্টাফ রির্পোটার :
গত (২৩ অক্টোবর) শনিবার তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।
রওশন পুত্র সাদ এরশাদ গণমাধ্যমকে বলেন, ‘মা বর্তমানে আইসিউইতে রয়েছেন। এক দিকে তার বয়স হয়েছে, অন্যদিকে তার শারীরিক নানা সমস্যাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। এ জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহাত রয়েছে।’
অপর এক সূত্র জানিয়েছে, রওশন এরশাদের অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়া পাকস্থলীতে গ্যাসের সমস্যাসহ রয়েছে নানান রোগ। তিনি অনেক আগে থেকেই একা চলাফেরা করতে পারতেন না।