কিশোর গ্যাংয়ের হামলায় আহত-২
ফরিদুল ইসলাম, (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই যুবক আহত হবার খবর পাওয়া গেছে।
আহত যুবক রবির বাবা রফিকুল মিয়া অভিযোগ করে বলেন, তারা ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা।
সোমবার(২৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে রবি তার চার বন্ধু সহ চিলারং ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের জন্য যায়। কিন্তু রুমে প্রচন্ড ভীড়ের কারণে রবির হাতে থাকা ভলিউম খাতা এক কিশোরীর হাতে লাগে। এসময় সেই কিশোরী তাকে বেয়াদব বলে গালি দেয়।এক পর্যায়ে কিশোরীর চাচাতো ভাই পরিচয়ে সুমনের সাথে কথা কাটাকাটি হয়। সুমনের গ্যাং রবির বাবা রফিকুলকে ধাক্কাধাক্কি ও করে।পরে রবি বেলা সাড়ে বারোটার দিকে অটোযোগে বাড়ি ফেরার পথে সুমনরা তাদের পথ আগলে ধরে।এসময় রবি ও তার চাচাতো ভাই সৌরভকে অটো থেকে নামিয়ে সুমন, রনি, মাহাবুব, কাইয়ুম, সুজন সহ ১৫-২০ জন ষ্ট্যাম্প, লোহার পাইপ, হক স্টিক দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি মারধর করে।পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা অ্যাম্বুলেন্স যোগে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
রফিকুল মিয়া আরও বলেন, ইউনিয়ন পরিষদে কি ঘটেছিল তা ইউনিয়ন পরিষদের সিসি ফুটেজে রেকর্ড রয়েছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত ঠাকুরগাঁও সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল।