শেরপুর সদর উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুর সদর উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদসহ সরকারি কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।
সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। এর আগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।