সাম্প্রদায়িক সন্ত্রাস পরিকল্পনাকারী জামায়াতের চারনেতা গ্রেফতার
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সংখ্যালঘুদের উপর আক্রমণ, সাম্প্রদায়িক সন্ত্রাসসহ নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক কালে জয়পুরহাট জেলার জামায়াত ইসলামের নায়েবে আমির ও সেক্রেটারিসহ শীর্ষ চার নেতা গ্রেফতার। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলার কালাই উপজেলা সদরের চায়ের দোকানে নিচে একটি দোকান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
গ্রেফতার নেতারা হলেন জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমির মো. ফজলুর রহমান সাঈদ (৫৮), সেক্রেটারি মো. আবু আল্লামা গোলাম কিবরিয়া (৪৩), জেলা কমিটির সদস্য মো. নুরুজ্জামান সরকার (৫৯) ও কালাই উপজেলা শাখার আমীর মো. মুনছুর রহমান (৪৫)।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, সোমবার বিকেলে কালাই উপজেলা সদরের একটি দোকানে বসে জামায়াতে ইসলামীর জেলা আমির-সেক্রেটারিসহ চারজন নেতা নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার নেতারা বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছেন বলে গণমাধ্যমে বিষয়টি জানান তিনি।