শিরোনাম

South east bank ad

স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ পাঁচ ৫ শ্রমিক

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নারায়ণগঞ্জের সিএসআরএম স্টিল মিলে গলিত লোহার ভাট্টি বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় সিএইচআরএস স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, মোহাম্মদ লিটন (৩৫), আরিফ হোসেন (২৭), সোহেল রানা (৩৬ বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী হোসেন (২৬)। তারা ওই কারখানার শ্রমিক।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির পুলিশ পরির্দশক বাচ্চি মিয়া জানান, দগ্ধদের শরীরের ১১ শতাংশ থেকে ৫২ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ আলীর হোসেনর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারখানার শ্রমিক ও নিরাপত্তা প্রহরীরাও জানান, ১২টার দিকে কাজ করার সময় গলিত লোহার স্পোলিং ছিটকে শ্রমিকদের উপর পড়ে তখন ওই ৫ জন দগ্ধ হন। পরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিসের ফতুল্লা বিসিক ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, ভাট্টির ফার্নেসের মধ্যে লোহা গলানো হয়। সেখানে অতিরিক্ত আগুনের তাপের কারণে বিস্ফোরিত হয়ে গলিত লোহা উপরের দিকে উঠে যায়। সেগুলো নিচের দিকে পড়ে শ্রমিকরা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: