মাহমুদ সাজ্জাদ ছিলেন সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র : মোস্তাফা জব্বার
স্টাফ রির্পোটার :
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ –এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, মাহমুদ সাজ্জাদ ছিলেন সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বিশ্ববিদ্যালয় জীবন থেকে নাট্যচক্র নাট্যদলের সাথে জড়িত থেকে নাট্যজগতে বিশেষ করে মঞ্চ ও টিভি নাটকে বিশেষ অবদান রেখেছেন। নাট্যজগতের বাইরেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে তার অবদান কোন দিনও ম্লান হবার নয়। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে মাহমুদ সাজ্জাদ বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে বিশেষ অবদান রেখেছেন বলে উল্লেখ করেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি জনাব মোস্তাফা জব্বার। তার মৃত্যুতে দেশ একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো, ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম হারালো তাদের এক প্রিয় সংগঠক আর আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি একজন অতি প্রিয় বন্ধুকে। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণে অপুরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।