হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন এমপি বাবু
মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
আড়াইহাজার উপজেলার রসুলপুরের মাতাইনে, হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন উদ্বোধন করেন নারায়ণগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
২৩ অক্টোবর, রবিবার, বিকাল ৪টার সময় ভবনটি পরিদর্শনে গিয়ে উদ্বোধন কাজ সম্পূর্ণ করা হয়।
এমসয়ে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল সহ অনেক নেতৃবৃন্দ।
উদ্বোধনকালে সাংসদ বাবু বলেন, ' আড়াইহাজারে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে সকলকে ভূমিকা পালন করতে হবে। ছেলেমেয়েদের পাঠ্যদানে উৎসাহিত করতে হবে। তাহলে শিক্ষার মান বজায় থাকবে। দেশে ও জাতির ভবিষ্যৎ কর্ণধার শিক্ষাকে বুকে লালিত করে এগিয়ে যেতে হবে।'