শিরোনাম

South east bank ad

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে প্রতিমন্ত্রী ও মেয়রের শোক

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহীর বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরকার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার খানপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় জানাযা শেষে উপজেলার সুলতানপুর গোরস্থানে দাফন করা হয়।

এদিকে এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকালে পৃথকভাবে পাঠানো এক শোকবার্তায় তারা এই শোক প্রকাশ করেন। এসময় তারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: