ফুটপাত দখলমুক্ত করণে মসিকের অব্যাহত অভিযান
মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :
ফুটপাত দখলমুক্ত করতে ১৯ অক্টোবর বড়বাজারে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৫ মামলায় ২৪০০ টাকা জরিমানা করেন।
ময়মনসিংহ সিটির ব্যস্ত সড়কসমূহের ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি নতুনবাজার ও গাঙ্গিনাপাড় সড়কে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, ফুটপাতসমূহ দখলমুক্ত করে জনভোগান্তি লাঘবে মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বাজার আদায়কারী জালাল আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।