কোরআন অবমানার প্রতিবাদে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
কুমিল্লায় পূজা মন্ডবে পবিত্র কোরআন অবমাননার ও তৌহিদী জনতার উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়নের উলামা ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে বালিপাড়া ইউনিয়নের বালুর মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উলামা ঐক্য পরিষদেও সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারন সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা নোমান, সাংগঠনিক সম্পাদক মুফতি জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলনা এমরান, মাওলানা ইলিয়াস, হাফেজ সাদ্দাম প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তবাগণ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা বাংলাদেশে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোড় দাবী জানান।