যুবলীগের শান্তি সম্প্রীতি শোভাযাত্রা-সমাবেশ
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ এই স্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যুবলীগের শান্তি সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যেগে এ শোভাযাত্রা বের করা হয়।
দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয় ।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফউদ্দিন বাদল,গফরগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ,পৌরসভা যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান সজিব,
যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল প্রমুখ।বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী এই মুজিবের বাংলায় কোন সাম্প্রদায়িক গোষ্ঠী কে কখনও মাথা তুলতে দিবেনা মুজিব আদর্শের সৈনিকেরা।যদি কেউ অরাজকতা করার চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে কঠিন ভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।তাঁরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেন।
শোভাযাত্রা ও সমাবেশে ১ পৌরসভা সহ ১৫ টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিলো ব্যাপক।