দুর্গাপুরে ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘‘ইভেন্টফুল বাংলাদেশ সোসাইটি’’ (ইবিএস) এর কোভিড-১৯ প্রজেক্ট এর সহায়তায় একশত জন দুস্থ মহিলা ও পুরুষদের মাঝে ত্রান ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদ চত্তরে এ ত্রান বিতরণ করা হয়।
এ সময় ইভেন্টফুল বাংলাদেশ সোসাইটি‘র নির্বাহী পরিচালক মো. রোকন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদ সভাপতি শামীম কবির, ইবিএস প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।