গৌরীপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
‘জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে’ এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে কৃষি অফিস হল রুমে আনুষ্ঠানিকভাবে এ ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, ডিকেআইবির উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান, কৃষক এমদাদুল হক প্রমুখ।