ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু
মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি অক্টোবর মাসের ১৮ দিনে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হলো।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪জন হলেন- ময়মনসিংহ সদরের সুনীতি আদিত্য (৯০), মমতাজ বেগম (৬০), সফির উদ্দীন (৭০) ও জামালপুরের কিতাব আলী (৭২)।
সোমবার (১৮ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে নতুন ১১ জন ভর্তি হয়েছেন। মোট চিকিৎসাধীন ৮৭ জন। তাদের মধ্যে আইসিইউতে তিন জন। এ ছাড়া সুস্থ হয়ে নয় জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনাপরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট ২২ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৩ জন।