মিথ্যা মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে কারাগারে বাদী
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জের চুনারুঘাটে মিথ্যা মামলা করায় আছিয়া খাতুন (৩৮) নামের এক নারীকে সোমবার (১৮অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। আছিয়া খাতুন উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের লাতুরগাও এলাকার চকিদার বাড়ীর আলাউদ্দিনের স্ত্রী।
জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষন চেষ্টায় অভিযোগ এনে একই গ্রামের আব্দুল গফুর ও বড়আব্দা সৈয়দ সেলিম শাহ সহ দুইজনকে আসামি করে ২০১৯ সালের ২৮ মার্চ নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন আছিয়া আক্তার। মামলাটি বিচারক তদন্তের জন্য চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
তবে মামলার তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন। পরবর্তীতে মামলার বিবাদী ঘটনার চ্যালেঞ্জ করে আছিয়ার বিরুদ্ধে ১৭ ধারায় মামলা দায়ের করেন। এ মামলাটিও তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন বিচারক। মামলাটি ২০২১ সালের ২৯ জুন আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট মহিলা বিষয়ক কর্মকর্তা । পরে আদালত আছিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পর থেকে আছিয়া খাতুন এলাকা থেকে পালিয়ে যায়। আজ সোমবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ আছিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।