শিরোনাম

South east bank ad

প্রেমিকার মৃত্যুতে হাসপাতাল থেকে লাফিয়ে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় প্রেমিকের সঙ্গে কলহের জেরে বিষপানে নাহিদা আক্তার (১৮) নামে একাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। এই মৃত্যুর খবরে প্রেমিক জাকারিয়া (২৭) হাসপাতালে গিয়ে চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। গুরুতর আহত জাকারিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত সাড়ে সাতটার দিকে দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এই ঘটনা ঘটে।

মৃত নাহিদা বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের (ইংরেজি মাধ্যম) একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের আক্তার হোসেন বাবুর মেয়ে। বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার সানজিদা ছাত্রীনিবাসে থেকে নাহিদা পড়ালেখা করতো। আহত জাকারিয়া কুষ্টিয়ার দহগ্রামের রুহুল আমিনের ছেলে।

তাদের নাম পরিচয় নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, জাকারিয়ার সঙ্গে ফেসবুকের মাধ্যমে নাহিদার পরিচয় হয়। সেখান থেকে প্রেম।

রবিবার কুষ্টিয়া থেকে জাকারিয়া বগুড়ায় নাহিদার সঙ্গে দেখা করতে আসেন। ঘোরাফেরার এক পর্যায়ে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জেরে নাহিদা গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিকেল ৪টার দিকে তাকে মুমুর্ষ অবস্থায় শজিমেক হাসপাতালে নিয়ে যান জাকারিয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদা। তার মৃত্যুর কিছুক্ষণ পর জাকারিয়া হাসপাতালের চারতলায় উঠে আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেন। এ সময় পুলিশ ও হাসপাতালের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করান। জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে এসআই শামিম জানান, কি নিয়ে তাদের দুজনের মধ্যে কলহ হয়েছে তা জানা যায়নি।

ফাঁড়ির পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, নাহিদার সহপাঠীদের মাধ্যমে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা বগুড়ায় পৌঁছেছেন, আহত ওই যুবকের পরিবারকেও সংবাদ পাঠানো হয়েছে। নাহিদার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: