পুত্র বেঁচে গেলেও বাঁচল না শাহাজাহান
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
যশোরে ট্রাকের ধাক্কায় পুত্র বাঁচলো, বাঁচলো না পিতা শাহাজাহান আলী ( ৪৫)। রোববার ( ১৭ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজাহান যশোর মুড়লী জোড়া মন্দির এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, শাহাজাহানের ছেলে সোহান যশোর জিলা স্কুলে ৫ম শ্রেণিতে লেখাপড়া করে। রোববার শহরের স্টেডিয়াম পাড়ায় সে কোচিং করতে যায়। কোচিং শেষে সন্ধ্যায় ছেলে সোহানকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে বকচর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন পিতা-পুত্র।
স্থানীয়রা তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন। আর সোহানকে প্রাথমিক চিকিৎসা দেন।
জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.সালাউদ্দিন স্বপন জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শাহাজাহান আলী। শিশু সোহান সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।