শিরোনাম

South east bank ad

আল কোরআন অবমাননার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

কুমিল্লায় মন্দিরে হনুমানের পায়ে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন রেখে অবমাননার প্রতিবাদ ও দোষীকে খোঁজে বের করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। আজ সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপি এ মানব বন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসার মুহতামীম ও বায়তুল মাসুর মসজিদের খতিব মাওলানা মজিজুর রহমানসহ অনেকেই।

বক্তারা, মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননাকারীকে খোঁজে বের করে প্রকাশ্যে ফাঁসির দাবি করেন। পাশাপাশি ধর্ম অবমাননাকারীর বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: