সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে সোনিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মহিষডাঙ্গা আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। সোনিয়া একই গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে নিজ বাড়ীতে কাজ করার সময় তার পায়ে বিষাক্ত সাপ কামড় দেয়। আহত অবস্থায় সোনিয়াকে কবিরাজ ডেকে ঔষধি গাছ খাওয়ানো হয়। এতে অবস্থার আরো অবনতি হলে রবিবার (১৭ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।