প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
এম.এস রিয়াদ, (বরগুনা)
কুমিল্লা-নোয়াখালী-কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা ভাংচুর, বসতবাড়ীতে অগ্নিসংযোগ, নারী-শিশুদের উপর অমানুষিক নির্যাতন বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
'হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সকলেই বাংলা মায়ের সন্তান' এই প্রতিপাদ্যকে লালন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার আয়োজনে শনিবার বিকেল পাঁচটার দিকে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি সুখ রঞ্জন শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন কর্মকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত দাস সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব দেশের সকল মুসলমানদের এমন দাবি করেন বক্তারা। পথের ধুলায় লুণ্ঠিত হওয়ার কথা ছিল না। অথচ আজ সংখ্যালঘুদের উপর যে নির্যাতন ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে, তা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আশা করেনি। দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান এ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে।