মাদকসেবীদের হামলায় পূজা উদযাপন পরিষদ নেতা আহত
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা প্রদীপ বাগচীর (৩৮) ওপর হামলার অভিযোগ ওঠেছে স্থানীয় মাদকসেবী যুবক পল্লাদ গৌড় ও তার লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৫ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে পৌর শহরে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রদীপ বাগচী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রদীপ বাগচী জানান, ঘটনারদিন রাতে উত্তর বাজার এলাকার পূজা মন্ডপ কমিটির লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে বাসায় ফিরছিলেন তিনি। এসময় স্টেশন রোড এলাকায় রাস্তায় স্থানীয় পল্লাদ গৌড় ও অজ্ঞাত চার যুবক তাকে লোহার রড দিয়ে পিটায় এবং ক্ষুর দিয়ে কেটে জখম করে। হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে টাকা ছিনতাই ও লোহার রড দিয়ে পিটানোর অভিযোগ অস্বীকার পল্লাদ গৌড় জানান, ঘটনারদিন রাতে তুচ্ছ বিষয়ে প্রদীপ বাগচী তাকে মারধর শুরু করে। এসময় মারধর থেকে রক্ষা পেতে হালকা ধাক্কা দিলে প্রদীপ মাটিতে পড়ে গিয়ে একটু আঘাত পায়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।