নকলায় চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের নকলায় ৩য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ শুরু হয়েছে শুক্রবার (১৫ অক্টোবর)।
চলবে আজ শনিবার (১৬ অক্টোবর পর্যন্ত)। উপজেলা আওয়ামী লীগের দলের দফতর সম্পাদক মো. খলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৫ ও ১৬ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের দলের দফতর সম্পাদকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং রোববার (১৭ অক্টোবর) দুপুর ২ঘটিকার মধ্যে সংগ্রহকৃত ফরমের শুন্যস্থান পূরণ করে ছবিসহ দফতর সম্পাদকের কার্যালয়ে জমা দিতে হবে।
উপজেলা আওয়ামী লীগের দলের দফতর সম্পাদক মো. খলিলুর রহমান জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে বিতরনকৃত ফরম আগামী রোববার দুপুর দুইটার মধ্যে জমা দিতে হবে এবং আগামী সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৩ঘটিকার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক বিশেষ সভা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় হলরুমে অনুষ্ঠিত হয়ে।