শিরোনাম

South east bank ad

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব সমাপ্ত

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের প্রায় অর্ধশত মন্ডপের প্রতিমা শোভাযাত্রা সহকারে গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদারবাড়ির পুকুরে বিসর্জন দেওয়া হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

এ উপলক্ষে গোপাল জিউর নাটমন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি হরিদাস সাহা ও হুইপ কন্যা ডা. শারমিন রহমান।

বিজয়া দশমীর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার। উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহসভাপতি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সহসভাপতি যাদব চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, উপদেষ্টা দেবাশীষ সাহা রায় প্রমুখ।

বিপুলসংখ্যক হিন্দুভক্ত ও সাধারণ মানুষ বিসর্জন অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। এ সময় গোপালবাড়ী পূজামন্ডপে হিন্দু নারীরা সিঁদুর খেলায় অংশ গ্রহণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: