অবশেষে ইংরেজি প্রভাষক হিসেবে এমপিও পেলেন পিআর রাহুল
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান জাল জালিয়াতি ও অনিয়ম করে এমপিও থেকে নিয়মিত দুই শিক্ষককে বাদ দিয়ে তার নিজস্ব দুই লোকের নাম দিয়ে ২০১২ সাল থেকে বেতনের টাকা আত্মসাৎ করে আসছিল।
বিষয়টি পত্র পত্রিকায় লেখা হলে তৎকালীন ইউএনও রুবেল মাহমুদ জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত করে সত্যতা পান। ওই সত্যতার প্রতিবেদন মোতাবেক অধ্যক্ষের পছন্দের নিয়োগকৃত শিক্ষকের এমপিও বাদ হয়ে গত মাসে নিয়মিত শিক্ষক পিআর রাহুল ইংরেজি প্রভাষক হিসেবে এমপিও পান। এতে এলাকাবাসী, ম্যানেজিং কমিটিসহ সকলেই আনন্দিত হয়ে পড়েন।
এ দিকে রাহুলেরপ পরিবারও অনেক খুশি। সেই সাথে তৎকালীন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও ইউএনও রুবেল মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।