ফুলবাড়িয়া পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদকের ইন্তেকাল
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা ২ নং ওয়ার্ড নিবাসী মরহুম খোরশেদ আলী মেম্বারের ছোট ছেলে, পৌর সভার মেয়র মরহুম মুজিবুর রহমান (মজি চেয়ারম্যান) এর ছোট ভাই, বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়িয়া পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান হীরা (৬০) আর নেই। আজ বিকেল ৪ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি … রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২মেয়ে, ১ছেলে সহ বহু স্বজন রেখে গেছেন। তাঁর নামাজে জানাজার সময় এখনো জানা যায়নি।
মরহুম মোস্তাফিজুর রহমান একজন সাদা মনের মানুষ ও স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ও বিভিন্ন কওমী মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাথে জড়িত ছিলেন।