দুই প্রতিবেশীর সংঘর্ষে মহিলা ইউপি সদস্যকে ফাঁসানোর চেষ্টা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে তুচ্ছ বিষয়ে স্থানীয় দুই প্রতিবেশীর সংঘর্ষের ঘটনায় রামগোপালপুর ইউনিয়নের মহিলা সদস্য তাসনিম আক্তারকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো ও মিথ্যা সংবাদ পরিবেশন করে মানহানির অভিযোগ ওঠেছে স্থানীয় বারেক মিয়ার বিরুদ্ধে। এদিকে মহিলা ইউপি সদস্য তাসনিম আক্তার ও তাঁর স্বামী আপেল মিয়া সংঘর্ষের সময় ঘটনাস্থলে না থাকলেও তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরজমিনে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল সাড়ে ৬টায় উল্লেখিত ইউপির ধুরুয়া আগপাড়া প্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ইয়াসিন ও মৃত আব্দুল রাজ্জাকের ছেলে বারেকের মাঝে গাছের ডাল ভাঙ্গা নিয়ে বাক-বিতন্ডা হয়। এ নিয়ে একপর্যায়ে উভয় পক্ষের নারী-পুরুষের মাঝে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় বারেক মিয়া গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকা ইউপি সদস্য তাসনিম আক্তার ও তার স্বামী আপেল মিয়া সংঘর্ষে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
তাসনিম আক্তার সাংবাদিকদের জানান, গত ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে তিনি বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসন্ন নির্বাচনেও তিনি অংশগ্রহন করবেন। তাই তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কথিত আব্দুল আজিজ নামে এক সাংবাদিককে দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়েছে প্রতিপক্ষ বারেক মিয়া।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল হেকিম, ইউপি সদস্য রেজাউল করিম ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার সাংবাদিকদের জানান, ঘটনারদিন সকালে উল্লেখিত ইয়াসিন ও বারেকের লোকজনের সঙ্গে সংঘর্ষের সময় ঘটনাস্থলে ইউপি তাসনিম আক্তার ও তার স্বামী আপেল মিয়া ছিলেন না।
অভিযোগকারী বারেক মিয়া সাংবাদিকদের জানান, তাসনিম আক্তার ও তাঁর স্বামী আপেল মিয়া হামলা করেনি। তবে তাদের নির্দেশেই প্রতিপক্ষের লোকজন হামলা করেছে। এতে তাঁর মা রাবেয়া খাতুনের হাত ভেঙে গেছে।
সংবাদ প্রকাশের বিষয়ে মোঃ আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে তিনি যাননি। সংবাদটি এক জুনিয়র সাংবাদিক তাঁর নামে প্রকাশ করেছেন।
গৌরীপুর থানার এস আই আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, বারেক মিয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার পর্যায়ে রয়েছে বলে তিনি দাবি করেন।