নবমীতে বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পূজা মন্ডপ পরিদর্শন
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি কে এম আক্তারুজ্জামান।
এসময় সাথে ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মূহম্মদ জাহাঙ্গির মল্লিক, সদর উপজেলা নির্বাহি অফিসার সামিয়া শারমিন সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি বরগুনার বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করেন। সেই সাথে দুর্গাপূজাকে শান্তি মন্ডিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।
এসকল পূজা মন্ডপ পরিদর্শনকালে পুলিশ লাইনে নতুন কিছু স্থাপনার উদ্বোধন করেন।