তৃতীয় ধাপে নাটোরে ১৫ টি ইউপিতে নির্বাচন
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে তৃতীয় ধাপে নাটোরের ২ উপজেলায় ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানা গেছে। তৃতীয় দফায় দেশে মোট ১০০৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরমধ্যে নাটোরের লালপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও বাগাতিপাড়ার ৫ টি ইউনিয়নে এই নির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয় ৩য় ধাপে ১ হাজার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোর-১ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথে এ এলাকার রাজনীতিতে সৃষ্টি হবে নতুন মোড়, দেখার অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপির ভোট হবে ১১ নভেম্বর।