নাটোরে বিজিবি মোতায়েন, পুজা মন্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের বিভিন্ন মন্দির,পুজা মন্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল শুরু করে বিজিবি সদস্যরা।
এছাড়া রাতে জেলা পুলিশেরও টহল জোরদার করা হয়।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক আনসার মোতোয়েন সহ গোয়েন্দা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
নাটোর জেলায় এবছর ৩৮২টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে পৌর এলাকার ৩৬টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে পুজা।