নাটোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল শুরু
মো: রবিউল ইসলাম, (নাটোর):
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাটোরে দু'টি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেয়া শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের কর্মি সমর্থকদের সাথে নিয়ে স্ব স্ব রিটার্নিং অফিসারদের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী রোববার (১৭ অক্টোবর) পর্যন্ত প্রার্থীরা মনোনায়ন পত্র দাখিল করতে পারবেন।
আগামী ১১ নভেম্বর নাটোর সদর উপজেলার ৭টি ও বড়াইগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।